পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পাইকগাছা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে চলমান সড়ক উন্নয়ন কাজের অগ্রগতি ও গুণগত মান যাচাই করতে পুনরায় প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
শনিবার (১৭ জানুয়ারি) তিনি শিববাটী বাইতুন নুর জামে মসজিদ থেকে টিটিসি কলেজ পর্যন্ত প্রায় ৬৭০ মিটার সড়কে চলমান বিটুমিনাস কারপেটিং কাজের সার্বিক অবস্থা পরিদর্শন করেন।
জানা যায়, গত ১০ জানুয়ারি প্রথম দফা পরিদর্শনকালে সড়কের কয়েকটি স্থানে ত্রুটি পরিলক্ষিত হলে পৌর প্রশাসক সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানকে ৭ দিনের মধ্যে ত্রুটিগুলো সংশোধনের নির্দেশ দেন। তার নির্দেশনা অনুযায়ী ঠিকাদার প্রতিষ্ঠান তনুশ্রী এন্টারপ্রাইজ নির্ধারিত সময়ের মধ্যেই চিহ্নিত ত্রুটিসমূহ যথাযথভাবে সংশোধন করে।
এরই ধারাবাহিকতায় শনিবার পুনরায় সাইট পরিদর্শনে এসে পৌর প্রশাসক সংশোধিত কাজের মান যাচাই করেন। এ সময় তিনি উন্নয়ন কাজের গুণগত মানে সন্তোষ প্রকাশ করেন এবং নির্ধারিত সময়ের মধ্যেই মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এদিকে স্থানীয় এলাকাবাসী সড়ক উন্নয়ন কাজে সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। কাজ সম্পন্ন হলে যানবাহন ও পথচারীদের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
পরিদর্শনকালে পৌরসভার সহকারী প্রকৌশলী লিংকন আলীসহ সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Post a Comment