Top News

ঠাকুরগাঁও জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে কমলাDailyBogra

 


রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও :

 ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে পাইকপাড়া গ্রামে অরেঞ্জ সিটি নামে একটি কমলা বাগান তৈরি করেছে রওশন জামাল চৌধুরীসহ ছয় জন উদ্যোক্তা। জেলা কৃষি বিভাগের পরামর্শ নিয়ে বাগানে কাজ করছে তারা। 

ফলন ভালো হওয়ায় জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে এই ফলগুলো।

সেখানে প্রায় ১১ বিঘা জমির বাগানটিতে কমলার জাত দার্জিলিং, পাকিস্তানি, সাতকি, সাউথ আফ্রিকান ও চায়না। এছাড়াও মাল্টার জাত রয়েছে থাই ও ইয়েলো।


প্রতিকেজি কমলা বিক্রি হচ্ছে ৩০০ টাকা দরে। এ বছর ২০০ মন কমলা ও মাল্টা বিক্রি হবে আবহাওয়া ভালো থাকলে লাভবান হওয়ার আশা করছেন উদ্যোক্তারা। 


স্থানীয়রা বলেন কমলা ও মালটা চাষ করে একদিকে যেমন বাড়ছে উদ্যোক্তা এর মাধ্যমে এলাকায় বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post