Top News

ঠাকুরগাঁওয়ে পুনাক আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পেইন DailyBogra

 



রেজাউল ইসলাম মাসুদ,

ঠাকুরগাঁও জেলা  প্রতিনিধি:

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ঠাকুরগাঁও এর আয়োজনে এবং জেলা পুলিশ, ঠাকুরগাঁও এর সার্বিক সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।


আজ ১৭ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে পুলিশ লাইন্স, ঠাকুরগাঁওয়ে নাক চক্ষু হাসপাতাল, দিনাজপুর এর উদ্যোগে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ বেলাল হোসেন, পুলিশ সুপার, ঠাকুরগাঁও। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোছাঃ হোসনে আরা, সভানেত্রী, পুনাক, ঠাকুরগাঁও।


প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন বক্তব্যে বলেন, চোখ মানব জীবনের অমূল্য সম্পদ। সৃষ্টিকর্তা আমাদের অনেক অঙ্গ-প্রতঙ্গ দিয়েছেন, তার মধ্যে চোখ অন্যতম গুরুত্বপূর্ণ। কিন্তু সময়মতো চিকিৎসা না নেওয়ার কারণে আমরা অনেক সময় এই অমূল্য সম্পদ হারিয়ে ফেলি। তাই চোখের যত্ন ও চিকিৎসায় সবাইকে আরও সচেতন হতে হবে।



সভাপতি পুনাক সভানেত্রী মোছাঃ হোসনে আরা বক্তব্যে বলেন, পুনাক নিজস্ব কার্যক্রমের পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিয়মিতভাবে বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের আরও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হবে।

ক্যাম্পেইনে পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যসহ ঠাকুরগাঁও জেলার বিভিন্ন থানা থেকে আগত ৮৯০ জনেরও অধিক সাধারণ মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, প্রয়োজনীয় ঔষুধ, লেন্স এবং ছানি অপারেশন সংক্রান্ত সেবা প্রদান করা হয়।

Post a Comment

Previous Post Next Post