Top News

ভূল্লীতে শহীদ ওসমান হাদীর বিচার দাবিতে বিক্ষোভDailyBogra

 



রেজাউল ইসলাম মাসুদ,

ঠাকুরগাঁও জেলা  প্রতিনিধি:

 আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডের বিচার দাবিতে ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১২ জানুয়ারি ২০২৬) বিকেলে বিকাল ৩ ঘটিকায় ভূল্লী বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ভূল্লী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 


বিক্ষোভ মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলেন। তাদের কণ্ঠে শোনা যায়– হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, রক্ত বন্যা, ভেসে যাবে অন্যায়, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, জেগেছে জেগেছে, ছাত্র আন্দোলন জেগেছে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি, তুমি কে, আমি কে, হাদি হাদি এবং আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাব, সহ বিভিন্ন স্লোগান দেন।


বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, শহীদ হাদি হত্যাকাণ্ডের ঘটনার দীর্ঘ সময় পার হলেও তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। প্রকৃত অপরাধীদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা রয়েছে। দ্রুত বিচার নিশ্চিত না হলে আরও বড় অস্থিরতা সৃষ্টি হতে পারে। যদি বিচার না হয়, তাহলে আবারও একটি ‘জুলাই’ ঘটবে।


কর্মসূচিতে থাকা শিক্ষার্থী শহীদুল্লাহ বলেন, প্রশাসন যদি শুরু থেকেই আন্তরিক হতো, তাহলে আজ আমাদের রাস্তায় নামতে হতো না। আমরা বিচার চাই, আশ্বাস নয়। আরেক শিক্ষার্থী ফিরোজ আলম বলেন, একজন মানুষ প্রকাশ্যে খুন হলো, অথচ কোনো অগ্রগতি নেই। এই নীরবতা আমাদের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করছে।


বিক্ষোভ মিছিলে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। ভূল্লী থানা সর্বস্তরের মানুষ ব্যানারে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

Post a Comment

Previous Post Next Post