Top News

নওগাঁয় চোর সন্দেহে পানিতে ঝাঁপ দিয়ে সংখ্যা লঘু যুবকের মৃত্যু Daily Bogra

 


উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ 

নওগাঁর মহাদেবপুর উপজেলায় চোর সন্দেহে স্থানীয়দের ধাওয়ার মুখে পানিতে ঝাঁপ দিয়ে মিঠুন সরকার (২৫) নামে এক হিন্দু যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার চকগৌরী বাজার সংলগ্ন এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।


নিহত মিঠুন সরকার মহাদেবপুর উপজেলার ভান্ডারপুর গ্রামের বাসিন্দা এবং শ্রী পঙ্কুশ সরকারের ছেলে। স্থানীয়দের ভাষ্যমতে, পঙ্কুশ সরকার বাক প্রতিবন্ধী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন মিঠুন।



প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আনুমানিক ১টার দিকে চকগৌরী হাটবাজার এলাকায় কয়েকজন স্থানীয় যুবক মিঠুন সরকারকে চোর সন্দেহে ধাওয়া করেন। আতঙ্কিত হয়ে তিনি দৌড়ে বাজারের পাশের একটি ডোবা/পানিভরা স্থানে ঝাঁপ দেন। এরপর দীর্ঘ সময় তাকে আর খুঁজে পাওয়া যায়নি।


খবর পেয়ে নওহাটা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে রাজশাহী থেকে ডুবুরি দল এনে সন্ধ্যার দিকে পানিতে তল্লাশি চালানো হয়। প্রায় সাড়ে ৬টার দিকে ডুবুরি দল পানির নিচ থেকে মিঠুন সরকারের নিথর মরদেহ উদ্ধার করে।


নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তাফা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে যায় এবং ডুবুরি দলের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহত ব্যক্তি প্রকৃতপক্ষে চুরির সঙ্গে জড়িত ছিলেন কি না, সে বিষয়ে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি।


এই ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের পরিবেশ সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার কান্নায় ভেঙে পড়েছে। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে গভীর উদ্বেগ ও নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি হয়েছে। অনেকেই একে বিচারবহির্ভূত সহিংসতা ও গণপিটুনির ভয়াবহ উদাহরণ হিসেবে উল্লেখ করছেন।


স্থানীয় সচেতন নাগরিক ও মানবাধিকারকর্মীরা বলছেন, চোর সন্দেহে কাউকে ধাওয়া বা গণধোলাই করা সম্পূর্ণ বেআইনি। আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা সমাজকে আরও অনিরাপদ করে তুলছে। দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।


নিহত মিঠুন সরকারের মৃত্যুকে কেন্দ্র করে সনাতনী সমাজে শোকের মিছিল আরও দীর্ঘ হলো বলে মন্তব্য করছেন অনেকে। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকার দাবিও জোরালো হচ্ছে।

ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

নওগাঁ#

Post a Comment

Previous Post Next Post