Top News

শৈলকূপার কাতলা গাড়ি বাজারে দুর্ধর্ষ ডাকাতি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা | Daily Bogra

 


এ.এস আব্দুস সামাদ শৈলকুপা ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৬ নম্বর সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ি পুরাতন বাজারে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুটি সারের দোকান ও একটি মোবাইলের দোকানে চুরি সংঘটিত হয়। এতে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও দোকান মালিকদের ভাষ্য অনুযায়ী, ডাকাত দল প্রথমে বাজারের নাইটগার্ডকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তারা পরিকল্পিতভাবে দোকানগুলোতে হানা দেয়। ডাকাতির সময় খলিল ট্রেডার্স থেকে প্রায় ৪০ হাজার টাকা নগদ ও আনুমানিক ৪ লক্ষাধিক টাকার কীটনাশক লুট করে নিয়ে যায়। এছাড়া ইমান আলী ট্রেডার্স থেকে নগদ ৪ হাজার টাকা নিয়ে যায়। একই সঙ্গে শুভ টেলিকম থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি ট্যাব এবং নগদ ১২ হাজার টাকা নিয়ে যায় ডাকাতরা।


খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান এবং শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা। তারা ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সঙ্গে কথা

Post a Comment

Previous Post Next Post