মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টরঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপির চেয়ারপারসন, আপসহীন দেশনেত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৯ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭ ঘটিকার সময় পৌর বিএনপির ৮নং ওয়ার্ডের আয়োজনে পাঁচবিবি সমিরণ নেছা সরকারি প্রথামিক বিদ্যালয় মাঠে এই দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ড বিএনপি পৌর শাখা সভাপতি জনাব শওকত আনোয়ার।
পাঁচবিবি পৌর ছাত্রদলের আহবায়ক রাব্বিউল ইসলাম রকি সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়পুরহাট ১ আসনের বিএনপির প্রার্থী জননেতা জনাব মাসুদ রানা প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম ও জনাব আবু হাসনাত মন্ডল হেলাল আহ্বায়ক পাঁচবিবি পৌর বিএনপি।
আরো উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ সভাপতি ও জয়পুরহাট জেলার সভাপতি জহুরুল আলম তরফদার রুকু,পাঁচবিবি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হান্নান চৌধুরী, পাঁচবিবি পৌর বিএনপি আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন রাইট উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম
পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব
হাসানুর রহমান রাব্বিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক অবিস্মরণীয় নেত্রী। তাঁর মৃত্যুতে দেশ এক অভিভাবক হারালো।” তারা তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
অনুষ্ঠান শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Post a Comment