Top News

তেঁতুলিয়ায় পরিবেশ ও বায়ুদূষণ প্রতিরোধে পাথর-বালি ব্যবসায়ী, ট্রাক-ট্রলি মালিক, শ্রমিকদের মতবিনিময় Daily Bogra

 


মেহেদী হাসান মিরাজ, 

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:

আজ শনিবার (১০ জানুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৩টায় তেঁতুলিয়া উপজেলার পাথর-বালি সমবায় সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরু। সভায় সমিতির সদস্যসহ পাথর ও বালি ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরু বলেন —

পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় পাথর পরিবহনে ব্যবহৃত ট্রাক, ভ্যান ও লরি অবশ্যই সম্পূর্ণরূপে আবৃত করে পরিবহন করতে হবে। পাশাপাশি গাড়ির চাকা ও বডি পরিষ্কার করে চলাচল নিশ্চিত করতে হবে, যাতে রাস্তায় ধুলো ও বালু ছড়িয়ে না পড়ে। এছাড়া পাথর রাস্তার পাশ থেকে দূরে নির্ধারিত স্থানে সংরক্ষণ করতে হবে।

তিনি আরও বলেন, কেউ এসব নির্দেশনা অমান্য করলে বায়ুদূষণ নিয়ন্ত্রণ (বিধিমালা), ২০২২-এর ১৭ বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিধিমালা লঙ্ঘন করলে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫(২) ধারায় অনধিক দুই বছর কারাদণ্ড অথবা অনধিক দুই লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।

সভায় উপস্থিত ব্যবসায়ীরা পরিবেশ সংরক্ষণে প্রশাসনকে সহযোগিতা করার আশ্বাস দেন।

Post a Comment

Previous Post Next Post