Top News

চট্টগ্রামে স্বরলিপি সাংস্কৃতিক অঙ্গনের যুগপূর্তি উৎসব ২০২৬ অনুষ্ঠিত Daily Bogra

 



মিঠুন সাহা, চট্টগ্রাম প্রতিনিধি:

‘সূরের মূর্ছনায় হোক স্বপ্ন ঘাঁথা, নতুন সময়ের অভিযাত্রা’—এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে স্বরলিপি সাংস্কৃতিক অঙ্গনের যুগপূর্তি উৎসব–২০২৬।


 বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ উৎসব আয়োজন করা হয়।


একটি ঐতিহ্যবাহী, অনুশীলনধর্মী সংগীত শিক্ষা, সামাজিক, অরাজনৈতিক   ও কল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে স্বরলিপি সাংস্কৃতিক অঙ্গন দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সংগঠনটির পথচলার স্মরণীয় এই উপলক্ষ্যে আয়োজন করা হয় বর্ণাঢ্য এ অনুষ্ঠান।


অনুষ্ঠানের সূচনা হয় মনোজ্ঞ নৃত্য পরিবেশনার মাধ্যমে। পরে সংগীত পরিবেশন করেন মীম চৌধুরীসহ আমন্ত্রিত শিল্পীরা।  


অনুষ্ঠানের এক পর্যায়ে অতিথিদের উপস্থিতিতে মোড়ক উন্মোচন করা হয় এবং সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় চট্টগ্রামের সন্তান চলচ্চিত্র নায়ক ও অভিনেতা পঙ্কজ বৈদ্য সুজন,নাট্যকার মুকিত জাকারিয়া, লোক শিল্পী মানস পাল চৌধুরী,,

 নাট্যশিল্পী ও অভিনেত্রী শিপ্রা চৌধুরী,লোক শিল্পী মদন মোহন ঘোষ, মরমী ও কাওয়ালী শিল্পী আহমেদ নুর আমেরী ,সঙ্গীত শিল্পী সন্দীপন দাশকে প্রধান অতিথি ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন।


অনুষ্ঠানে উপস্থিত সংবর্ধিত অতিথিরা তাদের অনুভূতি ব্যক্ত করেন এবং এমন আয়োজন সংস্কৃতিচর্চায় নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে মত প্রকাশ করেন।


অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী ও সংগঠক আবদুল মান্নান রানা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঁশীবাদক ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম।


সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) সিএমপি চট্টগ্রামের আমিরুল ইসলাম, বাংলাদেশ বেতার চট্টগ্রামের পরিচালক মোহাম্মদ মাহফুজুল হক, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ মোহাম্মদ আয়াজ (মোহদ), বাঁশীবাদক ও চেয়ারম্যান, বাঁশর সঙ্গী গ্রুপের রিয়াজ ওয়ায়েজ, নাইহার গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন জনিসহ বিভিন্ন শিল্পী ও অতিথিবৃন্দ। 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বরলিপি সাংস্কৃতিক অঙ্গনের পরিচালক সামশুল হায়দার তুষার।


আয়োজকরা জানান, এই আয়োজনের মাধ্যমে লোকসংগীত, নাট্য ও চলচ্চিত্র সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষা এবং নতুন প্রজন্মকে সংস্কৃতিচর্চায় সম্পৃক্ত করাই তাদের মূল লক্ষ্য।

Post a Comment

Previous Post Next Post