Top News

তেতুলিয়া সর্বনিম্ন ৮ .৬ ডিগ্রি, দেখা নেই সূর্যের, জনজীবন বিপর্যস্ত Daily Bogra



 খাদেমুল ইসলাম,

পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের তেতুলিয়া প্রচণ্ড  শৈত্যপ্রবাহ,

দেখা নেই সূর্যের, শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে ।

বেলা বাড়লেও সূর্যের দেখা মিলছেনা।  শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড় তেতুলিয়া উপজেলায়  বেলা বাড়লেও ঘন কুয়াশায় আচ্ছন্ন চারপাশ পরিবেশ। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড় জেলার তেতুলিয়া  সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬ থেকে ৮ কিলোমিটার।


 এ বিষয়ে মঙ্গলবার ৬ জানুয়ারি সকালে 

তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, মৃদু শৈত্যপ্রবাহের কারণে শীতের তীব্রতা বেড়েছে। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে দেখা গেছে, তেতুলিয়া  ঠান্ডায় ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মহানন্দা নদীতে  পাথর শ্রমিক  মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে শিশু ও বয়স্করা। শীত থেকে বাঁচতে তারা আগুন জ্বালিয়ে কিংবা ভারি কাপড়ে শরীর ঢেকে চলছেন। ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতে গাড়ি হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।

স্থানীয়রা জানান, সোমবার (৫ জানুয়ারি) দিনভর সূর্যের দেখা মেলেনি। কুয়াশার সঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশে ছিল সারাদিন। তবে মঙ্গলবার ঠান্ডা আরও বেড়েছে এবং কুয়াশার পরিমাণও বেশি। সকাল ১০টায়ও রোদ বা সূর্যের দেখা মিলেছে না।

Post a Comment

Previous Post Next Post