সানাউল্লাহ আস সুদাইস,
হিজলা উপজেলা প্রতিনিধি :
১০ জানুয়ারি ২০২৬ইং ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) বরিশাল-৪ আসনের এমপি পদপ্রার্থী মুফতী সৈয়দ এসহাক মোহাম্মদ আবুল খায়ের আজ হিজলা উপজেলার এমদাদুল উলূম ইসলামীয়া মাদ্রাসা মাঠে থানা, ইউনিয়ন ও সেন্টার কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা করেছেন।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার, ভোটকেন্দ্রভিত্তিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন এবং মাঠপর্যায়ের দলীয় কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মুফতী সৈয়দ এসহাক মোহাম্মদ আবুল খায়ের বলেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের অধিকার, ন্যায়বিচার এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে সাধারণ মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানাই।
তিনি আরও বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সকল পর্যায়ের নেতাকর্মীদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রতিটি ভোটকেন্দ্রে সংগঠনের অবস্থান শক্তিশালী করতে থানা, ইউনিয়ন ও সেন্টার কমিটিকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন।
সভায় উপস্থিত নেতাকর্মীরা নিজেদের মতামত ও সাংগঠনিক প্রস্তাব তুলে ধরেন এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনের জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের থানা, ইউনিয়ন ও সেন্টার কমিটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Post a Comment