Top News

বানারীপাড়ায় ময়লার ভাগাড়ের দুর্গন্ধে অতিষ্ঠ ব্যবসায়ী ক্রেতা ও পথচারী Daily Bogra

 



মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়া :

বরিশালের বানারীপাড়া বন্দর বাজারের আশেপাশে  যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার কারণে তীব্র দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে।বাজারের আশেপাশে জমে থাকা পঁচা ময়লা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন  ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীরা।

বাজারের মধ্যে বিভিন্ন ফাঁকা জায়গায়, বেড়িবাঁধ সড়কের পাশে ও নদীর পাড়ে এবং ডাস্টবিনের বাইরে ময়লা ফেলা হচ্ছে। বিশেষ করে মাছ বাজার, সবজি বাজার, মুরগি দোকানের উচ্ছিষ্ট ও গরু জবাইয়ের পর বর্জ্য দীর্ঘ সময় পড়ে থাকায় এসবের আবর্জনা থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়ে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। দুর্গন্ধের কারণে অনেক ক্রেতাই বাজারে ঢুকতে অনীহা প্রকাশ করেছেন।

 দুর্গন্ধের জন্য ক্রেতারা ঠিকমতো বাজারে আসছেন না। স্থানীয় বাসিন্দারা জানান, বাজারের এই অব্যবস্থাপনা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ময়লার ভাগাড় সৃষ্টি হওয়ার কারণে মাছি ও জীবাণু বাড়ছে, যা বিভিন্ন রোগ ছড়ানোর আশঙ্কা তৈরি করেছে।

নিয়মিত ময়লা অপসারণ, পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন এবং জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাজার ব্যবসায়ীরা।তারা আরো জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

এছাড়াও বেড়িবাঁধ সড়কের উপর দুটি শৌচাগার (প্রসাবখানা) তৈরি করা হয়েছে।যা দেখে মনে হচ্ছে সম্পূর্ণ অপরিকল্পিতভাবেই তৈরি করা হয়েছে।সরাসরি রাস্তার উপরে এমন শৌচাগার তৈরি করায় জনমূখে এ নিয়ে নেতিবাচক মন্তব্য শোনা যাচ্ছে। 

এ ব্যাপারে পৌর প্রশাসাক জানিয়েছেন, “বন্দর বাজারে ময়লা আবর্জনা ফেলার বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত ময়লা অপসারণ করা হবে, পর্যাপ্ত ডাষ্টবিনের ব্যবস্থা করে  নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হবে। তিনি আরও বলেন, “সাধারণ মানুষকে আরো সচেতন হতে হবে, ডাস্টবিন ব্যবহার ও নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অভ্যাস তৈরি হলে এ থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে।"

Post a Comment

Previous Post Next Post