Top News

সীমান্তে আটককৃত ২ জন ভারতীয়কে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Daily Bogra

 


মাহিদুল ইসলাম ফরহাদ, 

 চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আটককৃত  ২ ভারতীয়কে বিএসএফ হাতে হস্তান্তর করল  বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি)

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্ত থেকে আটক দুই ভারতীয় নাগরিককে ফেরত দিয়েছে বিজিবি। বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের পর তাদেরকে হস্তান্তর করা হয়। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির ১৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তানিম হাসান খান। বিজিবি ফেরত দেওয়া দুই ভারতীয় নাগরিক তারা হলেন. মালদা জেলার হবিপুর থানার টিলাশন গ্রামের দেবেন মোহলদারের ছেলে বাচ্চন মোহলদার ও সন্তোষ মহোলদারের ছেলে রাজু মোহলদার। বিজিবি পরে নিশ্চিত করে তারা দুজনেই মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। বিজিবির তাদের এই উদারতা নজির হয়ে থাকবে।

Post a Comment

Previous Post Next Post