Top News

পলাশবাড়ীতে আনন্দঘন পরিবেশে সাংবাদিক বিদুষ রায়ের জন্মদিন পালিত | Daily Bogra

 


আশরাফুজ্জামান, গাইবান্ধাঃ

গাইবান্ধার পলাশবাড়ী প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গ্রীণ ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সাংবাদিক বিদুষ রায়ের জন্মদিন পালন করা হয়েছে। 

১৫ জানুয়ারি বৃহস্পতিবার সাড়ে ৮টায় পলাশবাড়ী উপজেলার গণমাধ্যমকর্মীদের আয়োজনে খবরবাড়ি ২৪.কম এর অফিস রুমে আনন্দঘন পরিবেশে কেক কর্তনের মধ্য দিয়ে সাংবাদিক বিদুষ রায়ের জন্মদিন পালন করেছে সহকর্মীরা। 

পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় কেক কর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখেন খবরবাড়ি ২৪.কম এর সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন, হোপ নিউজ ২৪. কম এর সম্পাদক মোহাম্মদ আব্দুল মতিন, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও কালবেলা প্রতিনিধি মিজানুর রহমান মিলন, প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক হাসিবুর রহমান স্বপন, পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের সভাপতি রবিউল হোসেন পাতা, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম কবীর প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ফেরদৌস মিয়া, সাদেকুল ইসলাম রুবেল, আশরাফুজ্জামান সরকার, আবেদুর রহমান সবুজ, রবিউল ইসলাম, শাহারুল ইসলাম, ফজলার রহমান, ওমর ফারুক, মাসুদ রানা, লিমনসহ গণমাধ্যমকর্মীরা। 

  

গণমাধ্যমকর্মীরা বিদুষ রায়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Post a Comment

Previous Post Next Post