Top News

হিলি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম Daily Bogra

 


আলী মুর্তজা সরকার, হিলি (দিনাজপুর)

দিনাজপুরের হিলি প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ এর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও সাবেক জেলা আমীর দিনাজপুর-৬ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম। 

আজ বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় বন্দরের চারমাথা মোড়ে হিলি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

বাদ মাগরিব হিলি প্রেসক্লাবে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচছা দিয়ে বরণ করে নেওয়া হয়। 

হিলি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানার সঞ্চালনায়, সদস্য তৌহিদুল ইসলাম শামীমের পবিত্র কোরআন তেলোয়াত এর মাধ্যমে মতবিনিময় সভা শুরু করা হয়।

এরপর প্রেসক্লাবের সদস্যরা প্রধান মেহমানের সাথে পরিচিত হন। তারপর হিলি প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম রব্বানী শুভেচ্ছা বক্তব্য রাখেন। 

মতবিনিময় সভায় প্রধান মেহমান দিনাজপুর-৬ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, আপনারা হচ্ছেন সমাজের দর্পন বা আয়না। আপনারা দিনাজপুর-৬ আসন (হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) চার উপজেলার শিক্ষা, চিকিৎসা সেবা, রাস্তা ঘাট সহ বিভিন্ন সমস্যা গুলো আপনাদের কলমের শক্তি দ্বারা তুলে ধরেন আসলে সমস্যাটা কোথায়। জনগণের ভোটের রায়ে আগামী দিনে যদি আমাদের দল দেশ পরিচালনার দ্বায়িত্ব পায়। তাহলে আপনাদের সহ সবাইকে সাথে নিয়ে আমার নির্বাচনি এলাকার চার উপজেলার সমস্যা গুলোর মূল কারণ উদঘাটন করে সব সমস্যা সমাধান করা সম্ভব হবে বলে আমি মনে করি! তবে আপনারা সহ সবার সহযোগিতা অবশ্যই প্রয়োজন। তাই আসুন দলমত নির্বিশেষে দেশের উন্নয়নে তথা এলাকার উন্নয়নে আমরা আগামী দিনে সুন্দর, ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি স্বপ্নের বাংলাদেশ গড়ি। 

তিনি আরও বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকার আপনাদের সাথে শুধু নয় আমরা স্বাধীন ভাবে কথা বলতে পারি নাই। আমার জানামতে আপনারা ও ওই চাপে ছিলেন বিদায় লিখতে পারেন নাই। সেখান থেকে আমাদের বাহির হতে হবে এবং মাদক থেকে দূরে সড়ে আসতে আইনশৃঙ্খলা বাহিনীর যদি সহযোগিতার অভাব থাকে সেখানে গনপ্রতিরোধ গড়ে তুলে তা সমাধান করবো ইনশাআল্লাহ। ২৪ জুলাই গণ-অভ্যুত্থানে যাদের রক্তের বিনিময়ে এবং পঙ্গুতের বিনিময়ে আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের সুযোগ পেয়েছি। সেখানে কোন শক্তি বা কোন ব্যক্তি গোষ্ঠী ১৪, ১৮, ও ২৪ এর নির্বাচনের সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন বা অন্য কিছু করার চিন্তা করে তাহলে গান প্রতিরোধ গড়ে তুলে তা প্রতিহত করবো সেভাবেই আমরা জনমত গড়ে তুলছি ইনশাআল্লাহ! কোন ভাবেই ২৪ জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্ত ব্যাথা যেতে দিব না। তাই আবারও বলছি আসুন সবাই চার উপজেলা তথা দেশের উন্নয়নে একসাথে কাজ করে আগীর সুন্দর বাংলাদেশ গড়ি। 

 মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, পৌর আমীর মোঃ সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ সবিরুল ইসলাম, জেলা ছাত্র শিবিরের সহ-সভাপতি, পৌর যুব বিভাগের আহবায়ক ইয়াসির আরাফাত সহ হিলি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

এসভায় উপস্থিত সাংবাদিকরা এলাকার নানা সমস্যা, গণমাধ্যমের চ্যালেঞ্জ ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় মোঃ আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যতে নিয়মিতভাবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি। তাঁর বিরুদ্ধে শোকজের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি নিজে না কিছু উৎসুকরা অনলাইনে ছাড়ছে। তবে এবিষয়ে আদালতে যথাযথ জবাব দিয়েছি ইনশাআল্লাহ। তবে দীর্ঘ দিন থেকে সাংগঠনিক দ্বায়িত্ব নিয়ে চলাফেরা করেছি। এখন করছি কোথাও বাধার সৃষ্টি হয়নি। খুব শীঘ্রই জাতীয় ভাবে নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হবে এবং আমরা স্থানীয় ভাবে ইশতেহার ঘোষণার প্রস্তুতি নিচ্ছি সেখানে আপনাদের ঘটন মূলক মতামত আশা করছি। আমরা তা বিবেচনায় নিবো।

হিলি, দিনাজপুর প্রতিনিধি

Post a Comment

Previous Post Next Post