Top News

রংপুরে ডিভাইসসহ চক্রের দুই সদস্য গ্রেফতার Daily Bogra

 


রিয়াজুল হক সাগর, রংপুর:

আগামীকাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে সামনে রেখে রংপুরে প্রশ্নপত্র ফাঁসের চেষ্টায় জড়িত চক্রের দুই সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও অত্যাধুনিক ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়েছে।


আটকরা হলেন মিঠাপুকুর উপজেলার গোলাম কিবরিয়া ও সুমন চন্দ্র। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর পুলিশ লাইনসংলগ্ন ক্যাপ্টেন ব্যাকোলজি মোড় থেকে তাদের আটক করা হয়।


ডিবি জানায়, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে একটি চক্র পরীক্ষায় জালিয়াতির চেষ্টা করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ডিজিটাল ডিভাইস সরবরাহের কথা স্বীকার করেছে। ঘটনার সঙ্গে একটি বড় সিন্ডিকেট জড়িত থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ।

Post a Comment

Previous Post Next Post