Top News

পঞ্চগড় থেকে উদ্ধার হওয়া সজারু, এখন তেঁতুলিয়া ইকো পার্কে Daily Bogra

 


খাদেমুল ইসলাম,

পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ে স্থানীয়দের ধাওয়ায় পালাতে গিয়ে পুকুর পড়ে যায়। পরে সেখান থেকে বিরল প্রজাতির সজারুকে  উদ্ধার করেন বন বিভাগের সদস্য। 

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কিত্তিনিয়াপাড়া গ্রাম থেকে প্রাণীটি উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, সজারুটির দৈর্ঘ্য প্রায় দেড় ফুট এবং ওজন আনুমানিক ৮ কেজি। সজারুটির নিরাপত্তা নিশ্চিত করতে সেটিকে উদ্ধার করে তেঁতুলিয়া ইকো পার্কে নেয়া হয়েছে।

বন বিভাগ ও স্থানীয়রা জানান, সকালে সজারুটি একটি ক্ষেত পার হয়ে সুপারির বাগানের দিকে যাচ্ছিল। এ সময় কয়েকজন সেটিকে দেখতে পেয়ে ধরার চেষ্টা করলে সজারুটি পাশের একটি পুকুরে নেমে পড়ে। পরে বাঁশের তৈরি একটি খাঁচা ব্যবহার করে পুকুর থেকে সজারুটিকে আটক করা হয় এবং বন বিভাগকে খবর দেয়া হয়।

খবর ছড়িয়ে পড়লে সজারুটিকে একনজরে দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষজন ঘটনাস্থলে ভিড় করেন। স্থানীয়রা প্রথমবারের মতো প্রাণীটিকে সরাসরি নিজ চোখে দেখলেন বলে জানা গেছে।

পঞ্চগড় সদর বন বিভাগের বিট কর্মকর্তা জয়নুল আবেদিন বলেন, ‘খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে সজারুটিকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে নিরাপত্তার স্বার্থে তেঁতুলিয়া ইকো পার্কে রাখা হয়েছে। পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

Post a Comment

Previous Post Next Post