Top News

বানারীপাড়ায় ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ৮ লক্ষাধিক টাকা জরিমানা | Daily Bogra

 


মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়াঃ

বরিশালের বানারীপাড়ায় অবৈধভাবে পরিচালনার দায়ে ৪ টি ইট ভাটা ও ১টি  পাজা ভাটায় অভিযান চালিয়েছে বরিশাল পরিবেশ অধিদপ্তরের টিম।তারা গতকাল(৬) জানুয়ারি দুপুরে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের মসজিদ বাড়ি গ্রামে বিগত কয়েক বছর থেকে অবৈধভাবে পরিচালিত মেসার্স বাবা ব্রিকস, মেসার্স আশা ব্রিকস, মেসার্স রুপা ব্রিকস,মেসার্স সাবা ব্রিকস ও মেসার্স তালুকদার  ব্রিকসে অভিযান পরিচালনা করেন।

পরে বরিশাল পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিনের নেতৃত্বে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ ( সংশোধিত) ২০১৯ অনুযায়ী ৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সহ ইটভাটাগুলোর তিনটি ড্রাম চিমনি,একটি জিগজাগ, একটি পাজাভাটা ও ভাটাগুলোর কাঁচা ইট ভেঙে ফেলা হয়েছে।এ সকল ইটভাটায় বৈধ কোন কাগজপত্র না থাকায় এমন অভিযান পরিচালনা করেছেন বলে জানান পরিবেশ অধিদপ্তরের টিম প্রধান।

অভিযানে মোবাইল কোর্ট পরিচালনায় প্রশিকিউশন প্রদান করেন বরিশাল কার্যালয়ের বিভাগীয় সহকারী পরিচালক মোঃ সোহেল মাহমুদ।এ ব্যাপারে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন বৈধ কাগজপত্র বিহীন যে সকল ইটভাটা অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছে তাদের ইটভাটার উপর অভিযান চলমান থাকবে।এছাড়াও উপজেলার আরো কতিপয় ইটভাটা অবৈধভাবে চলছে বলে একাধিক অভিযোগ রয়েছে।ইটভাটার মালিকেরা রাতের আঁধারে এক্সকাভেটর ব্যবহার করে সরকারি খাস জমি,খালের মাটি ও নদী তীরবর্তী ভাঙ্গন পাড়ের মাটি কেটে নিয়ে ইট তৈরির কাঁচামাল হিসাবে ব্যবহার করছেন।যা কৃষি জমি নষ্ট  ও নদী ভাঙ্গন প্রতিরোধে বাঁধা তৈরি করছে।এ ব্যাপারেও সচেতন মহল প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

Post a Comment

Previous Post Next Post