Top News

কিশোরগঞ্জে বিধবা নারী দুই সন্তানের জননী নিখোঁজ! সন্ধান চায় পরিবার।

 


কিশোরগঞ্জ প্রতিনিধি: 

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের জ্ঞানপুর ভিটা পাড়ার লাল মিয়া ভূঁইয়ার বোন মোছাঃ মাকসুদা আক্তার (৩০) নিখোঁজ প্রায় ১৬ দিন যাবৎ। 

জানা যায়, নিখোঁজ মাকসুদা আক্তারের মানিসক সমস্যা রয়েছে। মাদরাসা পড়ুয়া ছোট্ট দুটি ছেলে সন্তান রয়েছে। প্রায় ৮ বছর আগে স্বামী মারা যায়। এরপর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। গত ১৭ ডিসেম্বর বুধবার বিকেলে স্বামীর বাড়ী 

কটিয়াদী উপজেলার গচিহাটা পশ্চিম পুরুড়া গ্রাম থেকে বোনের বাড়ী যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন তিনি। এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। এ নিয়ে কটিয়াদী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছে পরিবার। 

পরিবারের দাবি, মাকসুদা আক্তারকে খুঁজে না পাওয়ায় দুটি সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে বড় বোন সালমা আক্তারের (01798670371) মুঠোফোনে জানানোর অনুরোধ করেন পরিবার।

Post a Comment

Previous Post Next Post