পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছা উপজেলার চাদঁখালী ইউনিয়নে সরকারি খাস জমি ও বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১১টা থেকে গভীর রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ যৌথ অভিযানে দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
অভিযানটিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী।এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী সহ সেনা ও পুলিশ সদস্য বৃন্দ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযানকালে চাদখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিষ্ণুপুর গ্রামের শ্মশানঘাট এলাকায় ভেকু মেশিন ব্যবহার করে সরকারি খাস জমি থেকে মাটি কাটার সময় অভিযুক্তদের আটক করা হয়। এসময়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত আমির হোসেন গাজীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ শত টাকা জরিমানা প্রদান করা হয়। অপরজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় তার কাছ থেকে মুচলেকা গ্রহণ করে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
এছাড়াও ঘটনাস্থল থেকে অবৈধ কর্মকাণ্ডে ব্যবহৃত ভেকু মেশিন এবং মাটি পরিবহনের কাজে ব্যবহৃত যানবাহনের তিনটি ব্যাটারি জব্দ করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, সরকারি খাস জমি ও বেড়িবাঁধ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। পাশাপাশি অবৈধভাবে মাটি কাটা ও পরিবেশের ক্ষতি সাধনে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post a Comment