উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় অত্র জেলার রানীনগর থানা এলাকার আবাদ পুকুর বাজারে স্থানীয় জনগণের সাথে এক মতবিনিময় সভায় উপস্থিত হন।
মতবিনিময়কালে তিনি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ডাকাতি ও দস্যতা প্রতিরোধ এবং যেকোনো ধরনের হুমকি, অপরাধ বা সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।
এ সময় সম্মানিত পুলিশ সুপার মহোদয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষা, গুজব প্রতিরোধ, সহিংসতা পরিহার এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জনসাধারণের সচেতনতা ও সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও জানান, যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহজনক তথ্য সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করলে নওগাঁ জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। জনগণের জানমাল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নওগাঁ জেলা পুলিশ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
উক্ত মতবিনিময় সভায় নওগাঁ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা,স্থানীয় প্রতিনিধি উপস্থিত ছিলেন।
নওগাঁ #

Post a Comment