Top News

নওগাঁর পত্নীতলা নোদবাটি গ্রামে মরিয়ম দিনাজপুর মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় সুযোগ পেয়েছে | Daily Bogra


উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ 

নওগাঁর পত্নীতলা উপজেলার নোদবাটি গ্রামের কৃতী সন্তান মরিয়ম জাহান ২০২৫ সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধাক্রমে ৩০২৫তম হয়ে দিনাজপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। 

মরিয়ম জাহান নোদবাটি গ্রামের মোহাম্মদ আলী ও মিনা পারভিন দম্পতির কন্যা। 

তার শিক্ষাজীবনের সাফল্যও অত্যন্ত উজ্জ্বল।

সে ২০১৭ সালে চকনিরখীন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক সমাপনী (পিএসসি) পরীক্ষায় জিপিএ ৪.৮৩ অর্জন করে। ২০২৩ সালে নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ এবং ২০২৫ সালে নজিপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জন করে।

বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়ে মরিয়ম জাহান সবার কাছে দোয়া চেয়েছে। সে জানায়, “আমি ডাক্তার হয়ে গরিব ও অসহায় মানুষের সেবা করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।”

এলাকাবাসী মরিয়ম জাহানের এই সাফল্যে গর্বিত এবং তাকে শুভেচ্ছা জানাচ্ছেন ও  তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

নওগাঁ #

Post a Comment

Previous Post Next Post