Top News

বরিশাল-৪ আসনে হাতপাখার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন মুফতি সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের | Daily Bogra

 


সানাউল্লাহ আস সুদাইস, হিজলা উপজেলা প্রতিনিধিঃ

২৯ ডিসেম্বর ২০২৫ ইং সোমবার, সকাল ১১ ঘটিকায়  বরিশাল-৪ আসন (হিজলা,মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট) এলাকার ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের আজ বরিশালে গিয়ে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সকাল থেকেই দলীয় নেতাকর্মী, আলেম-উলামা ও সমর্থকরা তাঁর সঙ্গে ছিলেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে মনোনয়নপত্র জমার পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও প্রয়োজনীয় সার্বিক ব্যবস্থা নিশ্চিত করা হয়।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুফতি সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের বলেন, বরিশাল-৪ আসনের মানুষ দীর্ঘদিন ধরে ন্যায়বিচার ও সুশাসন থেকে বঞ্চিত। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ইসলামী আদর্শভিত্তিক কল্যাণমূলক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যেই আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। জনগণের দোয়া ও সমর্থন পেলে ইনশাআল্লাহ এই অঞ্চলে ন্যায়ভিত্তিক পরিবর্তন আনতে পারবো।

তিনি আরও বলেন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নদীভাঙন প্রতিরোধ, কর্মসংস্থান সৃষ্টি এবং অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠা তার নির্বাচনী অগ্রাধিকার।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বলেন, হাতপাখা প্রতীক নৈতিক ও জনকল্যাণমূলক রাজনীতির প্রতীক হিসেবে মানুষের আস্থা অর্জন করেছে এবং আসন্ন নির্বাচনে বরিশাল-৪ আসনে হাতপাখার পক্ষে ব্যাপক সমর্থন থাকবে।

উল্লেখ্য, মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট এলাকায় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা গেছে।

Post a Comment

Previous Post Next Post