Top News

নওগাঁর নিয়ামতপুরে সাব-রেজিস্ট্রি অফিসে এক নারী কর্মচারীর ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল!

 



উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁর নিয়ামতপুর সাব-রেজিস্ট্রি অফিসের এক নারী কর্মচারীর ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে ছড়িয়ে পড়া প্রায় ৩ সেকেন্ডের ওই ভিডিওতে কৌশলে ঘুষের টাকা লেনদেন করতে দেখা যায়।

ভিডিওতে দেখা গেছে, সাব-রেজিস্ট্রি অফিসের কেরানি কামরুন্নাহার টেবিলের এক পাশে বসে আছেন। অপর পাশে দাঁড়িয়ে রয়েছেন কয়েকজন সেবাগ্রহীতা। তাদের মধ্য থেকে একজনের কাছ থেকে তিনি কৌশলে অর্থ গ্রহণ করেন।


জানা গেছে, মঙ্গলবার গভীর রাত পর্যন্ত দলিল সম্পাদনের কাজ চলেছে। অভিযোগ রয়েছে, অতিরিক্ত অর্থ না দিলে কোনো দলিল সম্পাদন করা হয় না।

নাম প্রকাশে অনিচ্ছুক অফিসের কয়েকজন কর্মচারী জানান, সাব-রেজিস্ট্রি অফিসে কাজের ক্ষেত্রে নিয়মিতভাবেই অর্থ লেনদেন হয়ে থাকে, যা সাব-রেজিস্ট্রারের নিয়ন্ত্রণেই হয়। এটি এখন একটি প্রচলিত নিয়মে পরিণত হয়েছে বলে তারা দাবি করেন।


এ বিষয়ে অভিযুক্ত কামরুন্নাহার বলেন, “গতকাল সেবাগ্রহীতাদের চাপে একটু বেশি সময় ধরে দলিল সম্পাদন করতে হয়েছে।”অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি দাবি করেন, “এই অর্থ নকলনবিশদের পারিশ্রমিক হিসেবে নেওয়া হয়েছে।”


জেলা রেজিস্ট্রার সাইফুল ইসলাম বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নওগাঁ#

Post a Comment

Previous Post Next Post