Top News

টাঙ্গাইলের গোপালপুরে কবি জীবনানন্দ দাশ স্মরণে আলোচনা,গুণীজণ সংবর্ধনা,কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 



-বিশ্বজিৎ চক্রবর্তী 

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের গোপালপুরে রুপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৭১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবির জীবন ও কর্মের উপর আলোচনা, গুণীজন সংবর্ধনা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) গোপালপুরের কোনাবাড়ি খ: আফসার উদ্দিন গণ-গ্রন্থাগার ও শান্তি নিকেতন প্রাঙ্গনে এ আয়োজন লিটল ম্যাগাজিন মৃন্ময়-এর সম্পাদক কবি অধ্যাপক ডা: শহীদুর রহমান শাহীনের সঞ্চালনায়  সফলভাবে সম্পন্ন হয়।

এতে সভাপতিত্ব করেন গোপালপুর মেহেরুন্নেছা  কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষাবিদ খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল।   

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাঁজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিশিষ্ট ও শিক্ষাবিদ অধ্যাপক ডা: হোসেন রেজা। আমন্ত্রিত অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ডা: মিজানুর রহমান, সময়ের সাহিত্যকণ্ঠের সম্পাদক কবি আযাদ কামাল, নজরুল গবেষক আল রুহী, নাট্যব্যক্তিত্ব আলী হাসান, মুক্তিযুদ্ধ গবেষক মামুন তরফদার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএমজিটিএ জেলা সভাপতি সহকারী অধ্যাপক কে.এম শামীম,খঃ আফসার উদ্দিন গণ-গ্রন্থগারের সভাপতি খন্দকার বেলায়েত হোসেন মিন্টু, বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি কবি খালেক মাহমুদ, বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক কবি বিশ্বজিৎ চক্রবর্তী, বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সহ-সভাপতি কবি মুক্তার হোসেন, কবি এ.এম মাসুদ, মো: হাবিব মন্ডল প্রমূখ। 

লিটল ম্যাগাজিন মৃন্ময় কর্তৃক গুণীজন সংবর্ধনায় সম্মাননা প্রাপ্তরা হলেন : মরণোত্তর : প্রয়াত অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী (শিল্প-সাহিত্য ও সমাজসেবায় বিশেষ অবদান ),সময়ের সাহিত্যকণ্ঠের সম্পাদক কবি আযাদ কামাল (সম্পাদনায় বিশেষ অবদান ) অধ্যাপক ডা: আবদুল্লাহ আখতার আহমেদ ( সমাজ সেবা ), অধ্যাপক ডা: শফিউর রহমান ( সমাজ সেবা ), ডা: তাহসিনা শামীম (সমাজ সেবা), 

অনুষ্ঠানে কবিতা পাঠ করেন হারুন অর রশিদ হিটলার, কবি খালেক মাহমুদ, বিশ্বজিৎ চক্রবর্তী, মো.মুক্তার হোসেন,বিশ্বজিৎ চক্রবর্তী, আব্দুল  জলিল, সামিহা, শ্রাবন, লিমা রহমান।

সংগীত পরিবেশন করেন এম.এ.হাতেম,

সামিহা বিনতে মাসুদ, মেহেদী হাসান ও বিশ্বজিৎ চক্রবর্তী।

অনুষ্ঠানের আয়োজক, সঞ্চালক ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মৃন্ময় লিটল ম্যাগাজিনের সম্পাদক কবি অধ্যাপক ডা: শহীদুর রহমান শাহীন।

Post a Comment

Previous Post Next Post