Top News

সাংবাদিকদের সাথে জয়পুরহাট-২০ বিজিবি অধিনায়কের মতবিনিময় সভা

 


গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার:

দেশের বর্তমান প্রেক্ষাপট, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি করনীয়, সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান সহ নানা বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ লতিফুল বারী। 

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুর বারোটায় জয়পুরহাট-২০ বিজিবির আয়োজনে ব্যাটালিয়নের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

জয়পুরহাট-২০ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ লতিফুল বারী সাংবাদিকদের প্রেস ব্রিফিংএ বিজিবির মহাপরিচালক মহোদয়ের বরাত দিয়ে জানান, বিজিবি ও সাংবাদিক সমাজের গঠনমূলক ও দায়িত্বশীল কাজে সহযোগিতা কামনা করছি। 

যেমন সীমান্ত ও সীমান্ত সংলগ্ন এলাকায় কোনো অস্বাভাবিক তৎপরতা, সন্দেহজনক ব্যক্তি বা যানবাহনের চলাচল, চোরাচালান, মাদক, অস্ত্র বা মানবপাচার সংক্রান্ত তথ্য পাওয়া গেলে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা, ভীতি প্রদর্শন, ভোটারদের ওপর চাপ সৃষ্টি, ভোটকেন্দ্র দখলের চেষ্টা বা বিশৃঙ্খলার আশঙ্কা সংক্রান্ত সত্য ও বস্তু নিষ্ঠ সংবাদ লিখনির মাধ্যমে তুলে ধরার আহবান জানান তিনি।

অন্য দিকে সীমান্ত এলাকায় অবৈধ অর্থ প্রবাহ, অপরাধী চক্রের সক্রিয়তা বা সংঘবদ্ধ অপতৎপরতার বিষয়ে মাঠ পর্যায়ের বাস্তব চিত্র ও জনমত  উপস্থাপন করা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে ছড়ানো গুজব, ভুয়া খবর ও উসকানিমূলক প্রচারণা শনাক্ত করে সত্যনিষ্ঠ ও যাচাইকৃত সংবাদ পরিবেশন করা, যাতে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি না হয় সেই বিষয়ে সাংবাদিকদের দ্বায়িত্বশীল ভুমিকা পালন করতে অনুরোধ জানান। আগামী জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে জাতীয় স্বার্থ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক স্থিতিশীলতা বিবেচনায় রেখে সংযত, নিরপেক্ষ,ভারসাম্যপূর্ণ ও জনস্বার্থ সংশ্লিষ্ট সাংবাদিকতা চর্চা করার আহবান জানান অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ লতিফুল বারী। 

তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য আরও জানান, বিজিবি আশাবাদী যে, সাংবাদিক সমাজ রাষ্ট্রীয় গোপনীয়তা, বাহিনীর অপারেশনাল নিরাপত্তা ও চলমান অভিযানের সংবেদনশীলতা বিবেচনায় রেখে সংবাদ পরিবেশন করবেন এবং যাচাইহীন বা অনুমানভিত্তিক তথ্য প্রকাশ থেকে বিরত থাকবেন বলে আমি আশাবাদী। 

এসময় জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) সহকারী পরিচালক এডি মোহাম্মদ ইমরান হোসেন সহ হাকিমপুর হিলি, জয়পুরহাট জেলা সদর ও নওগাঁ এলাকায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 


Post a Comment

Previous Post Next Post