পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় থানা পুলিশের অভিযানে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিকে রবিবার (২৮ ডিসেম্বর) সকালে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কিবরিয়ার সার্বিক দিকনির্দেশনায় এসআই কৃপা সিন্ধু মৃধা, এএসআই মোঃ কামরুজ্জামান ও এএসআই মোঃ আনিসুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার লস্কর ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে স্থানীয় ইন্তাজ আলী মোল্লার ছেলে সালাম মোল্লা (৪১)-কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। মামলার নম্বর ১২(১২)/২৫। পুলিশ জানায়, আটক সালাম মোল্লা পূর্বে ১৮১/১৮ নম্বর মামলার পরোয়ানাভুক্ত আসামিও।
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া বলেন, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। আটক আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রবিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে পুলিশের এই অভিযানে এলাকায় মাদকবিরোধী তৎপরতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Post a Comment