Top News

রাজশাহীতে সাবেক কাউন্সিলরসহ গ্রেপ্তার ১৭ জন

 




মো: গোলাম কিবরিয়া

রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে।

আরএমপি জানায়, বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুতর অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মহানগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন ওয়ারেন্টভুক্ত আসামি, দুজন মাদক মামলার আসামি এবং অন্যান্য অপরাধে জড়িত ১০ জন রয়েছেন।

এ অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মো. মাসুদ রানা ওরফে শাহিন (৪৬)। তিনি সাবেক কাউন্সিলর ও রাজশাহী মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক। সে মতিহার থানার খোঁজাপুর এলাকার আব্দুল খালেকের ছেলে। পুলিশ জানায়, গত ২৪ ডিসেম্বর দিবাগত রাতে নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন ২৫ ডিসেম্বর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post