Top News

বারহাট্টায় চিরাম ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরামের পক্ষ থেকে আলোচনা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

 


 

ওমর ফারুক আহম্মদ,

 বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ

 নেত্রকোনার বারহাট্টায় চিরাম ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরামের পক্ষ থেকে মাদক নির্মূলে সচেতনতামূলক আলোচনা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ ডিসেম্বর বারহাট্টা ৫ নং চিরাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই আলোচনা ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। চিরাম ডেভেলপমেন্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরাম তাহেরা মান্নান স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  জাকির হোসেন।এসময় আরো বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ তানজিন,সংগঠনের উপদেষ্টা কবির হোসেন শাহ সহ প্রমুখ।

এসময় চিরাম ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরামের বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা মাদক নির্মূলের বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।সুস্থ সমাজ ও সুস্থ জীবনের জন্য মাদক নির্মূলের কোন বিকল্প নেই।বক্তারা মাদকের বিভিন্ন কুফল তুলে ধরেণ।একত্রে সবাই মিলে সমাজিকভাবে মাদক নির্মূল করে সুস্থ সমাজ ও সুস্থ জীবন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। 

আলোচনা সভায় চিরাম ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিন জানান আমরা আপনাদের সন্তান।আমরা আপনাদের সন্তান হিসেবে চেষ্টা করেছি বাপ মাদের কিছু উপহার দিতে।আমরা কোন গরীব অসহায় মেধাবী শিক্ষার্থীর পাশেও দাঁড়াব।তবে যারা চিরাম ইউনিয়নে মাদকের ব্যবসার সাথে জড়িত তাদেরকে ধৈর্য্য সহকারে অনেক সুযোগ দেওয়া হয়েছে।আপনারা যদি না শুধরান তবে আপনাদের অস্বস্তি চিরাম ইউনিয়ন থেকে বিলীন করে দেওয়া হবে।এখনও সময় আছে শুধরে যান।

আলোচনা সভা শেষে চিরাম ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরামের পক্ষ থেকে চিরাম ইউনিয়নের মেধাবী শিক্ষার্থী ও চিরাম ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়  ছাত্র সংসদের পাঠাগার  ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায়   চিরাম ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরামের পক্ষ ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।অনুষ্ঠানের শেষের দিকে  চিরাম ইউনিয়নের  ১০০জন অসহায় মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Post a Comment

Previous Post Next Post