Top News

পঞ্চগড়ে কাটা পড়ে এক যুবকের মৃত্যু

 




পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ 

পঞ্চগড়ে রেললাইনের স্পেশাল ট্রেনের কাটা পড়ে আখিরুল ইসলাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনার পরই রেললাইনে স্লিপার ফেলে এবং অবস্থান নিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেন স্থানীয়রা।

বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৮টা ১০ মিনিটে পঞ্চগড় সদর উপজেলা ধাক্কামারা টেঙ্গনমারি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আখিরুল মাগুড়া শিপাইপাড়া এলাকার আবুল হোসেন ছেলে। তিনি পেশায় একজন গাড়ি চালক। তিনি সপরিবারে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে ফিরছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, রাত ৮টা ১০ মিনিটে স্পেশাল ট্রেনটি পঞ্চগড় স্টেশন ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। এই ট্রেনের তথ্য জানতেন না স্থানীয়রা। এমনকি গেট ও গেটম্যান না থাকার পাশাপাশি ট্রেনটি কোনো হুইসেলও দেয়নি বলে দাবি তাদের।

ট্রেনটি টেঙ্গনমারির কাছাকাছি পৌঁছালে পাশের সড়ক থেকে মাইক্রোবাস নিয়ে রেললাইন পাড় হতে গিয়ে লাইনের ওপর ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তড়িঘড়ি করে গাড়ি থেকে নিজের পরিবারের সবাইকে নামিয়ে দিয়ে কয়েকজনকে নিয়ে ঠেলে গাড়িটি লাইন থেকে সরাতে পারলেও নিজে পড়ে যান লাইনের ওপর। মুহূর্তেই তার শরীরের ওপর দিয়ে চলে যায় ট্রেনটি।

এ তথ্য নিশ্চিত করেছেন পঞ্চগড় রেলওয়ের স্টেশন মাস্টার জাহিদুল ইসলাম।

তিনি জানান, এ ঘটনার পর একতা এক্সপ্রেস স্টেশন ত্যাগ করলেও স্থানীয়দের তোপের মুখে পড়ে। এরপর আবারও স্টেশনে ফিরে যায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে রাত ১১টা ২০মিনিটে সেখানে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Post a Comment

Previous Post Next Post