Top News

পাইকগাছায় সাজাপ্রাপ্ত আসামিসহ চারজন বিজ্ঞ আদালতে প্রেরণ

 


পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছা থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামিসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এছাড়াও রিমান্ড পরবর্তী নিয়মিত মামলার আরো এক আসামিসহ সকল আসামিকে বুধবার (২৫ ডিসেম্বর) প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি পৌরসভার সরল মধ্যপাড়া গ্রামের রহমত আলীর মেয়ে রুমা আক্তার নদী (২০)-কে গ্রেফতার করা হয়। সে মামলা জিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি-৩৯৭/১৪। 

অপরদিকে, পাইকগাছা থানার নিয়মিত মামলার আসামি চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার গ্রামের মৃত শেখ সুলতান আকুঞ্জির ছেলে মোঃ আমির হামজা রানা (৪৪)-কে পুলিশ আটক করে। মামলা নং- ৯(১২)/২৫।

এছাড়াও উপজেলার কাশিমনগর গ্রামের মৃত এস. এন. গাজীর ছেলে মোঃ মহিদুল গাজী (৪৩)-কে দুই দিনের রিমান্ড শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মনিরুল ইসলাম বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। আলোচিত হত্যা মামলা নং- ৭(১২)/২৫।

পরোয়ানাভুক্ত আসামি হলেন, উপজেলার পানা গ্রামের ললিত হালদারের ছেলে সুজন কুমার হালদারকেও আটক করেছে থানা পুলিশ।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কিবরিয়া জানান, গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post