মোঃ জাহিদুল ইসলাম,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলালে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের জেড়ে সংবাদ সম্মেলন করেছেন জেলা মহিলা দলের সহ সভাপতি রেখা খানম। সোমবার বিকেলে জয়পুরহাট শহরের রেলস্টেশন রোড এলাকায় এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, ক্ষেতলালে কাফি হত্যা মামলার এক আসামীর কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। সেখানে মামলার অভিযুক্ত আবুল হোসেনের নাম আসে। সেই আবুলের স্ত্রী চামেলির মাধ্যমে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে টাকা নিয়েছি বলে বলা হয়েছে। যা সম্পুর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমুলক। আবুল হোসেনকে আমি কোন ফোন করিনি, কোন টাকাও চাইনি। চামেলিও আমাকে কোন টাকা দেয়নি। আমি সামনে জেলা মহিলাদলের সভাপতি প্রার্থী। এজন্য একটি মহল রাজনৈতিক প্রতিহিংসার কারণে ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত আবুল হোসেনের সাবেক স্ত্রী চামেলি বেগম বলেন, আবুল হোসেন আমার সাবেক স্বামী। তিনি আমাকে দিয়ে টাকা দেওয়ার বিষয়ে মিথ্যা কথা বলেছে। আমি তার কাছ থেকে কোন টাকা নেইনি বা রেখাকেও কোন টাকা দেইনি।

Post a Comment