ডেক্স রিপোর্টঃ
বগুড়ার আদমদীঘিতে নির্মমভাবে একটি বিড়ালকে গলা ও পেট কেটে হত্যার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছে প্রাণীদের নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বুধবার (৫ নভেম্বর) দুপুরে আদমদীঘি থানায় এই সাধারণ ডায়েরি করেন সংগঠনটির ঢাকার সদস্য এমরান হোসেন।
এমরান হোসেন জানান, গত ৪ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের দত্তবাড়ীয়া গুচ্ছগ্রাম এলাকায় একজন মহিলা একটি বিড়ালকে জবাই করে হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখেছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখতে পায়। বিষয়টি আমার সংগঠন কর্তৃপক্ষের নজরে আসলে তাদের নির্দেশে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল যায়। ঘটনাস্থলে যাওয়ার পর স্থানীয়দের মাধ্যমে জানতে পারি গত ৪ নভেম্বর দুপুর ১ টা থেকে ২ টার মধ্যেকার যেকোনো সময়ে স্থানীয় বুলবুলি নামের এক নারী সাদা কালো রংয়ের ওই বিড়ালটিকে তার নিজ বাড়িতে বটি দিয়ে সম্পূর্ণ গলা কেটে এবং বুক চিড়ে নাড়ি-ভুড়ি বের করে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। বিড়ালটিকে হত্যার পর বুলবুলি তার বাড়ির পাশের ধান ক্ষেতে ফেলে দেয়।
পরবর্তীতে স্থানীয় শামছুন্নাহার মিনা নামে এক নারী মৃত বিড়ালটিকে উদ্ধার করে নিজ বাড়িতে রাখেন।
শামছুন্নাহার মিনা নামে ওই নারী জানান, আমি মৃত বিড়ালটিকে ধানক্ষেতে পড়ে থাকতে দেখে প্রানী নিয়ে কাজ নাফিসা নামে এক তরুণীর সাথে যোগাযোগ করি এবং মৃত বিড়ালটির ভিডিও ধারন করে পাঠায়। পরবর্তীতে তিনি আমাকে মৃত বিড়ালটিকে বাড়িতে নিয়ে ককশিটের ভিতর বরফ দিয়ে সংরক্ষণ করে রাখার পরামর্শ দেন। পরে ও তরুনী বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ বিড়াল হত্যার ঘটনাটিতে আইনী পদক্ষেপ নিতে নানান অযুহাত দেখান। একপর্যায়ে ওই তরুনী আমার পাঠানো ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্ট করেন এবং ঘটনাটি ফেসবুক লাইভে এসে তুলে ধরেন। এতে প্রানীদের নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা এগিয়ে আসেন।
শামছুন্নাহার মিনা আরও জানান, ঘটনার বিষয়ে বিস্তারিত সংগঠনের কর্তৃপক্ষকে অবগত করে ভবিষ্যতের জন্য থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।
এঘটনায় বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন জবাই করে বিড়াল হত্যার সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার বিকেলে মৃত বিড়ালটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

Post a Comment