ধুনট(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনটে ২১০ পিচ ইয়াবা সহ সাগর মিয়া ও জোবায়ের আল মাহমুদ নামের দুই মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছে। গেফতার কৃত দুই মাদক ব্যবসায়ী গাবতলী উপজেলার তল্লাতল্লা গ্রামের বাসিন্দা।
ধুনট থানার এস আই মোকলেছুর রহমান জানান, উপজেলার নিমগাছি ইউনিয়নের মাঝবাড়ি গ্রামের পাকা রাস্তার উপর মাদক বেচা কেনার সংবাদ পেয়ে গত শনিবার রাতে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক বিক্রির অভিযোগে সাগর মিয়া ও জোবোয়ের আল মাহমুদকে ২১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে গ্রেফতার করা হয়। এবিষয়ে ধুনট থানায় একটি মাদক দ্রব্য আইনে মামলায় দায়েরের পর গ্রেফতার কৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
গিয়াস উদ্দিন টিক্কা
ধুনট, বগুড়া
১৫/১১/২০২৫
০১৭১১-৯৬২২৩৮

Post a Comment