Top News

আক্কেলপুরে বিএনপির মনোনয়ন ঘিরে ধাওয়া পাল্টা ধাওয়া আহত-২ | Daily Bogra


জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টারঃ

জয়পুরহাটে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার(০৬ নভেম্বর) বেলা ১১ টায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা শহরে এ ঘটনট ঘটে । এতে ০২ জন আহত হয়েছেন।

স্থানীয় সুত্রে জানা গেছে, মনোনয়ন থেকে বঞ্চিত সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থকরা বিক্ষোভ মিছিল করার উদ্দেশ্যে উপজেলা পরিষদ এলাকায় সমবেত হয় এবং ধানের শীষ মনোনীত প্রার্থী সাবেক সচিব আব্দুল বারীর সমর্থকদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া হয় এসময় সংঘর্ষের ঘটনায় মোস্তফা গ্রুপের দুইজন আহত হন।

এবিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Post a Comment

Previous Post Next Post