Top News

অসময়ের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত আমন ও রবি ফসল, তবুও আখের মাঠে আশার আলো | Daily Bogra

 


মোঃ জাহিদুল ইসলাম, জয়পুরহাট প্রতিনিধিঃ

অসময়ের টানা ২-৩ দিনের অঘটন বৃষ্টিতে পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকার চাষিদের মুখে নেমে এসেছে দুঃখের ছায়া। অপ্রত্যাশিত এই বৃষ্টিপাতে আমন ধান ও রবি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে সব ক্ষতির মাঝেও চাষিদের মুখে একটু স্বস্তির হাসি এনে দিয়েছে আখের ক্ষেত।

জচিক পাঁচবিবি সাবজোনের মহীপুর কেন্দ্রের ৭৯ নং ইউনিট পরিদর্শনে দেখা যায়, আশেপাশের ধানক্ষেত ও অন্যান্য ফসল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হলেও আখের ফসল আলহামদুলিল্লাহ ভালো রয়েছে। সামান্য কিছু ক্ষতি ছাড়া আখের জমিগুলো বেশ সবল ও সবুজ অবস্থায় রয়েছে।

জচিক সুযোগ্য ও সুদক্ষ ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ জনাব মোঃ খবির উদ্দিন মোল্ল্যা মহোদয় মাঠ পরিদর্শনকালে চাষিদের সঙ্গে মতবিনিময় করেন এবং আখ চাষে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। তিনি বলেন,

 আখ সত্যিকার অর্থে একটি অর্থকরী ফসল। এটি এমন একটি ফসল, যা বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি কিংবা ঝড়— সব ধরনের প্রাকৃতিক প্রতিকূল অবস্থায়ও টিকে থাকতে পারে।

তিনি আরও বলেন, সঠিক পরিচর্যা, নিয়মিত পর্যবেক্ষণ ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আখ চাষীরা বছরে স্থিতিশীল আয় নিশ্চিত করতে পারবেন।

পরিদর্শনকালে তিনি চাষিদের উদ্দেশ্যে আরও নির্দেশনা দিয়ে বলেন,

 যেসব জমিতে আখ হেলে পড়েছে, সেগুলো দ্রুত সোজা করে দণ্ডায়মান অবস্থায় রাখতে হবে। কারণ দাঁড়িয়ে থাকা আখের ওজন বেশি হয় এবং রসের মানও ভালো থাকে। আর যদি আখ ভেঙে যায়, তবে সেই আখ সংগ্রহ করে দ্রুত এসটিপি করে সংরক্ষণ করতে হবে।

স্থানীয় কৃষকরা জানান, এবারের অকালবৃষ্টিতে তাদের ধান ও রবি ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আখের ফসল ভালো থাকায় তারা নতুন করে আশার আলো দেখছেন। আখ চাষ এখন তাদের আর্থিক ভরসার অন্যতম উৎস হয়ে উঠছে।

Post a Comment

Previous Post Next Post