মোঃ জাহিদুল ইসলাম, জয়পুরহাটঃ
“দুনিয়ার মজদুর এক হও, শ্রমিক ঐক্য জিন্দাবাদ”— এই সংগ্রামী স্লোগানে মুখরিত পরিবেশে ঐতিহাসিক পাহাড়পুর, বদলগাছী, নওগাঁয় অনুষ্ঠিত হলো জয়পুরহাট সুগার মিলস লিমিটেড–এর কৃষি বিভাগের উদ্যোগে আয়োজিত নবনির্বাচিত নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠান–২০২৫
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা, ব্যবস্থাপনা পরিচালক, জয়পুরহাট সুগার মিলস লিমিটেড।
সংবর্ধিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন—
জনাব মোঃ আলী আকতার, সভাপতি, জচিক শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প শ্রমিক কর্মচারী ফেডারেশন ।
জনাব মোঃ জায়েদ হোসেন, সাধারণ সম্পাদক, জচিক শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প শ্রমিক কর্মচারী ফেডারেশন।
জনাব মোঃ মিজানুর রহমান (সোহেল), সহ-সভাপতি, জচিক শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ও দপ্তর সম্পাদক, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প শ্রমিক কর্মচারী ফেডারেশন।
অনুষ্ঠানে এ সময়ে আরো উপস্থিত ছিলেন জনাব, আব্দুল হান্নান,সহ-সাধারন সম্পাদক, জনাব ,মোঃ জাহিদুল ইসলাম,অর্থ সম্পাদক, জনাব, মোঃ ফিরোজ মিয়া, দপ্তর সম্পাদক, জনাব, মোঃ আব্দুল কাদের, ক্রিড়া সম্পাদক, জনাব, মোঃ আনিছুর রহমান, প্রচার সম্পাদক,সহ বিভিন্ন হাউজের সদস্য গণ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ টিপু সুলতান, সভাপতি, সিডিএ সংসদ, জয়পুরহাট সুগার মিলস লিমিটেড এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাব মোঃ খায়রুল ইসলাম অর্থ সম্পাদক, সিডিএ সংসদ, জয়পুরহাট সুগার মিলস লিমিটেড।
বক্তারা বলেন, শ্রমিক ঐক্যই শ্রমজীবী মানুষের শক্তির মূল উৎস। ন্যায্য মজুরি, শ্রমিক অধিকার ও শিল্পের স্থিতিশীলতা নিশ্চিত করতে শ্রমিকদের ঐক্য ও সচেতনতা অপরিহার্য। তাঁরা চিনি শিল্পকে টিকিয়ে রাখতে শ্রমিক ও প্রশাসনের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।
নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, তাঁদের নেতৃত্বে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প শ্রমিক কর্মচারী ফেডারেশন নতুন উদ্যমে শ্রমিক স্বার্থ সংরক্ষণ ও শিল্পোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নবনির্বাচিত নেতৃবৃন্দের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এতে উপস্থিত শ্রমিক-কর্মচারীদের মধ্যে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

Post a Comment