জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টারঃ
বিপুল পরিমান নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ মোমেনা বেগম(৫০) ও ফাইমা (৩৫) নামারে ২ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। এ সময় তাদের সঙ্গে ছিল এক শিশু।
আজ বুধবার (১২ নভেম্বর) সকাল ১১ টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট র্যাব ক্যাম্প।
এর আগে গতকাল মঙ্গলবার দুপুর ১ টায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হাস্তাবসন্তপুর এলাকা থেকে তাদের ৭৯২ পিস মাদক বুপ্রেনরফিন ইঞ্জেকশন সহ তাদের গ্রেফতার করা হয়।
পেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে দুই নারীকে আটক করা হয় এবং তাদের কাছ ৭৯২ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ১ টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী মোমেনা বেগম এবং ফাইমাসহ তার ৪ মাস বয়সের মেয়ে বাচ্চাসহ গ্রেফতার করা হয়। তারা উভয়ে জয়পুরহাট পাঁচবিবি উপজেলার বাসিন্দা।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

Post a Comment