Top News

হাকিমপুরে নতুন ইউএনও অশোক বিক্রম চাকমা

 


আলী মুর্তজা সরকার,হাকিমপুর,(দিনাজপুর) প্রতিনিধি: 

বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে প্রশাসনকে ঢেলে সাজানো হচ্ছে। রদবদল আনা হচ্ছে জেলা প্রশাসন, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে। ইতোমধ্যেই ৫০টিরও বেশি জেলার জেলা প্রশাসক (ডিসি) পরিবর্তন করেছে সরকার। পুলিশ সুপার পদেও আনা হয়েছে নতুন মুখ। নির্বাচনের আগে বাকি জেলাগুলোতেও ডিসি পদে পরিবর্তন আনা হতে পারে বলে জানা যাচ্ছে।

এদিকে, বুধবার ৬৪টি জেলায় নতুন এসপি পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। লটারির মাধ্যমে পদায়ন হওয়া ওইসব এসপিদেরকে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

একই দিনে ১৬৬ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রদবদল করা হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তাদেরকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Post a Comment

Previous Post Next Post