খাদেমুল ইসলাম,
পঞ্চগড় জেলা প্রতিনিধি:
“দেশী জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণীসম্পদে হবে উন্নতি" - এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরের ঈদগাঁ বস্তি রাবার বাগান, এলাকায় দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন, আলোচনা সভা ও পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। তেতুলিয়া প্রানী সম্পদ হাসপাতালের কর্মকর্তা ডাঃ নাজমুন হকের সভাপতিত্বে
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তেতুলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এসএম আকাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেতুলিয়া
উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন ,তেতুলিয়া উপজেলা আইসিটি অফিসার নবিউল কারিম সরকার,তেঁতুলিয়া মডেল থানার এসআই আবদুল মালেকসহ প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের সামগ্রিক আর্থ–সামাজিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রোগ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বক্তারা আরও বলেন, লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) প্রতিরোধে ১৭ লাখ ডোজ টিকা, ক্ষুরা রোগ (এফএমডি) নির্মূলে নির্দিষ্ট অঞ্চলে জোনিং কার্যক্রম এবং ছাগলের পিপিআর রোগ নিয়ন্ত্রণে প্রায় ৬ কোটি ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন মাধ্যমে আধুনিক প্রযুক্তির বিস্তার, নিরাপদ খাদ্য উৎপাদন, নারী ও যুব উদ্যোক্তা সৃষ্টি, আন্তর্জাতিক মান অর্জন এবং সরকারি–বেসরকারি সমন্বয় আরও জোরদার হবে। প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও জনগণকে সচেতন করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এর আগে অতিথিরা রঙিন বেলুন উড়িয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করেন।
এ উপলক্ষে তেতুলিয়া ঈদগাঁ বস্তি রাবার বাগানে
দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে উদ্যোক্তা ও খামারীরা ২৫ টি স্টলে গবাদিপশু পাখি, হাঁস মুরগি প্রদর্শন করে। অতিথিরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। শেষে সফল উদ্যোক্তা ও খামারীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। জেলা ও উপজেলা পর্যায়ে সপ্তাহের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে প্রাণিসম্পদ বিষয়ক ভ্রাম্যমাণ আদালত প্রচারণা, কৃত্রিম প্রজনন সেবা ও ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় স্কুল ফিডিং কর্মসূচি ও আলোচনা সভা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, শেষ দিনে প্রাণিসম্পদের টেকসই উন্নয়নে তরুণ ও নারী উদ্যোক্তা ও অশীজনদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা ও সমাপনই অনুষ্ঠান।

Post a Comment