Top News

জয়পুরহাটে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা | Daily Bogra

 


জাহিদুল ইসলাম(জাহিদ)স্টাফ রিপোর্টারঃ

জেলা প্রশাসনের দায়িত্বভার গ্রহণের পরই গণমাধ্যমকর্মীদের সঙ্গে আনুষ্ঠানিক মতবিনিময় করলেন নবাগত জেলা প্রশাসক মো: আল-মামুন মিয়া । মঙ্গলবার বিকেল ৫ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভার আয়োজন করেন জেলা প্রশাসন। শুরুতেই নবাগত জেলা প্রশাসক জেলার সাংবাদিকদের সাথে পরিচিত হন এবং তাদের কাছ থেকে জেলার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।

সাংবাদিকবৃন্দ জেলার সামগ্রিক উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নবাগত জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- কৃষকদের সার না পাওয়া নিয়ে ভোগান্তি ও দাম বেশি নেওয়া, জয়পুরহাট শহরের রাস্তা যানযট, রাস্তার জায়গা দখল, সরকারি সার গুদামে স্বচ্ছতা ইত্যাদি। 

সভায় জেলা প্রশাসক সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “উন্নয়ন ও জনসেবার পথচলায় গণমাধ্যমই আমাদের আয়না। আপনাদের গঠনমূলক সমালোচনা ও পরামর্শকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করব।” এছাড়াও সার ইস্যু নিয়ে জেলার সকল উপজেলার ইউএনও'দের নির্দেশ দেওয়া হয়েছে। 

তিনি সেবামুখী প্রশাসন, দুর্নীতি ও হয়রানিমুক্ত অফিস ব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের সুবিধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং সকল মতামত বাস্তবায়নে আন্তরিকতার সঙ্গে কাজ করার আশ্বাস দেন। 

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমিনা শারমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেসমিন নাহার,

অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ উন্নয়ন) মো: নূরুল ইসলাম, সহকারী কমিশনার মোঃ জাহাঙ্গীর আলম,

জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর ছিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও  অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্তিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post