Top News

পাঁচবিবিতে শত্রুতা করে খামারের মুরগি নিধনের অভিযোগ




পাঁচবিবি, (জয়পুরহাট) সংবাদদাতা :

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর গ্রামে শত্রুতার বশভুতি হয়ে খামারের মুরগি মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। প্রতিকারের আশায় খামার মালিক থানায় লিখিত অভিযোগ করেন।


অভিযোগে জানা যায়, উপজেলার গোপালপুর গ্রামের রহিদুলের স্ত্রী রোনজনা বেগম কয়েক বছর ধরে বাড়ির সামনে খামার তৈরি করে মুরগি পালন করে আসছে।


 শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমি-জমার জেরে একই এলাকার শুকুর আলীর ৩'ছেলে বদিউজ্জামান বদি, মানিক ও মুক্তা এবং বদিউজ্জামানের ২'ছেলেদের সঙ্গে মারামারি হয়। এরই জের ধরে দুপুরে খামারে ইটপাটকেল নিক্ষেপ করে ৫'টি মুরগি মেরে ফেলে এবং বেশ কিছু আহত করে বলে অভিযোগে উল্লেখ করেন। স্থানীয় ইউপি সদস্য আলহাজ্ব খলিলুর রহমান বলেন, উভয় পরিবারের মধ্যে

 কিছু জমি-জমার আদালতে মামলা চলমান আছে।


 পরিষদের চেয়ারম্যান মেম্বার ও এলাকাবাসী কয়েক বার আমরা বিষয়টি মিটিংয়ে দেওয়ার চেষ্টা করলেও কেউ মানে না। থানা পুলিশ উভয় পরিবারকে নিয়ে বৈঠক করেও মিটাতে পারে নাই বলেও তিনি জানান। এবিষয়ে বদির পরিবারের একাধিক সদস্য বলেন, থানায় মুরগি মেরে ফেলার অভিযোগটি সম্পূর্ন মিথ্যা।


পাঁচবিবি থানার ওসি নিয়ামুল হক বলেন, এবিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।



Post a Comment

Previous Post Next Post