Top News

পাঁচবিবিতে টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন | Daily Bogra

 


মোঃ জাহিদুল ইসলাম জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার উচাই বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হামিদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহুরুল ইসলাম এবং উচাই বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ নওশাদ আলী।

ডা. তরুণ কুমার পাল বলেন, “টাইফয়েড একটি পানি বাহিত মারাত্মক রোগ। ভবিষ্যৎ প্রজন্মকে এ রোগ থেকে সুরক্ষিত রাখতে সরকার সারাদেশে একযোগে এই টিকাদান কার্যক্রম শুরু করেছে।”


তিনি আরও জানান, পাঁচবিবি উপজেলায় স্কুল পর্যায়ে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৫৯,৩৪০ জন শিশু-কিশোর এবং কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে আরও ৩৮,১৫৩ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে উপজেলার সব শিশুই এ কর্মসূচির আওতায় আসবে বলে তিনি জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন হলে শিশুদের মধ্যে টাইফয়েড সংক্রমণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যাবে এবং একটি সুস্থ প্রজন্ম গড়ে উঠবে।

Post a Comment

Previous Post Next Post