Top News

নতুন বাংলাদেশে বাহাত্তরের বাকশলী ব্যবস্থা চলতে দেওয়া হবে না....আল্লামা মামুনুল হক | Daily Bogra

 


গোলাম রববানী স্টাফ রিপোর্টারঃ 

জাতীয় নির্বাচনের আগেই গণভোটের মাধ্যমে জুলাই সনদকে পূর্ণাঙ্গ আইনি ভিত্তি প্রদান করতে হবে। আমরা জুলাই সনদ কার্যকর করে সেই জুলাই সনদে ভিত্তিতে আগামীর জাতীয় নির্বাচন দেখতে চাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।

শনিবার (১১ অক্টোবর) বাদ মাগরিব দিনাজপুরের বিরামপুর উপজেলার পাইলট স্কুল মাঠে দিনাজপুর-৬ আসনের খেলাফত মজলিসের প্রার্থী মুফতি নূরুল করিমের সভাপতিত্বে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

এসময় তিনি আরো বলেন,বাংলাদেশ খেলাফত মজলিস জুলাই সনদের আইনি ভিত্তি সহ ৫ দফা দাবিতে বর্তমানে রাজপথে আন্দোলনে রয়েছে। তাই

পরিষ্কার বলে দিতে চাই জুলাই সনদ কার্যকর ছাড়া আগামীর বাংলাদেশে আবার বাহাত্তরের বাকশলীর দিকে ফিরে যাওয়া জন্য সেই ব্যবস্থাপনায় নির্বাচন করার নীলনকশা করা হলে রাজপথে মোকাবিলা করা হবে। কর্মসূচীর অংশ হিসেবে ১২ অক্টোবর সারাদেশে জেলা প্রশাসক এর মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে স্মারকলিপি প্রদান করা হবে। 

তিনি অভিযোগ করে বলেন, আমেরিকা পন্থা, ভারত পন্থা ও পিন্ডি পন্থা কোন পন্থায় আর বাংলাদেশ চলতে দেওয়া হবে না। আগামীর বাংলাদেশ চলবে বাংলাদেশ পন্থায়। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরে জনগণের মতামত নিয়ে সাম্য, ন্যায় ও ইনসাফের দেশ গড়ার প্রত্যায় মেহনতী শ্রমিক জনতার প্রতীক রিকশায় চড়ে সংসদে যাব ইনশাআল্লাহ! 

এসময় তিনি দিনাজপুর-৬ আসনের খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মুফতি নুরুল করিম এর হাতে দলীয় প্রতীক রিকশা তুলে দেন। 

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের দিনাজপুর শাখার সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম, সাধারণ সম্পাদক মাওলানা জোবায়ের সাঈদ,বিরামপুর উপজেলা সভাপতি আব্দুর রউফ,হাকিমপুর উপজেলা সভাপতি তারেক রহমান,

সাধারণ সম্পাদক মাওলানা মহাবুবুল  আলম, সহ আরো অনেকে।

গোলাম রব্বানী 

স্টাফ রিপোর্টার

Post a Comment

Previous Post Next Post