Top News

হাকিমপুরে জামায়াতের কেন্দ্রীয় ৫ দফা দাবি আদায়ের লক্ষ্য বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত | Daily Bogra

 


আলী মুর্তজা সরকার হিলি প্রতিনিধিঃ

দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্য বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হাকিমপুর উপজেলা জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠন। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল তিনটায় হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে হাকিমপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক। 

আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মোঃ সাইদুল ইসলাম সৈকত, হাকিমের পৌর জামায়াতের আমীর মোঃ সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সবিরুল ইসলাম, পৌর নির্বাচনে মেয়র প্রার্থী মোঃ মীর শহীদ, জেলা ছাত্র শিবির এর সভাপতি, খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ওবায়দুল ইসলাম। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম। 

এছাড়াও উপজেলা, পৌর ও ইউনিয়ন জামায়াতে ইসলামী এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের কারণে ফ্যাসিষ্ট আওয়ামীকে দেশ ছাড়া করতে পেরেছি। তাই আমাদের প্রথম দাবি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আাইনী ভিত্তি জুলাই সনদ নিশ্চিত করতে হবে। কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোসর জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। বিচারের নামে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দের হত্যা করা হয়েছে তার বিচার করতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন পি আর পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে বলে জানান নেতারা। 

সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার ও চারমাথা মোড়ে এসে শেষ হয়। 

আলী মুর্তজা সরকার 

হিলি, দিনাজপুর প্রতিনিধি

Post a Comment

Previous Post Next Post