Top News

ধুনটে পিআরসহ ৫ দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ | Daily Bogra


ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার ধুনটে কেন্দ্রীয় পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই বিদ্যালয় মাঠে এসে জড়ো হয় সংগঠনটির নেতাকর্মীরা। পরে সেখানে সংক্ষিপ্ত  সমাবেশ অনুষ্ঠিত হয়। ‎এতে দলটির বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

সমাবেশে ‎বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির নির্বাচন আয়োজন, নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি নিশ্চিত, ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচারসহ ৫ দফা দাবি জানায় নেতাকর্মীরা। এসময় তারা আরও বলেন পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত রায়ের প্রতিফলন ঘটবে।

এসময় জামায়াতের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


তাং, ২৬-০৯-২৫ ইং

ধুনট বগুড়া প্রতিনিধি। 

ফোন,০১৭১৭১২৭৬৯৫

Post a Comment

Previous Post Next Post