Top News

নওগাঁর ধামইরহাটে ১৫ কোটি টাকা মুল্যের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

 


উজ্জ্বল কুমার সরকার, নওগাঁঃ

 নওগাঁর ধামইরহাট উপজেলায় প্রায় ১৫ কোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথরের মুর্তি উদ্ধার করেছে পন্তীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।

১৪ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি’ জানান, ২৩ ডিসেম্বর সন্ধায়া ব্যাটালিয়ন (১৪ বিজিবি)র শিমুলতলী বিওপির দায়িত্বপুর্ণ সীমান্ত এলাকার নলপুকুর বুড়োল দিঘীতে স্থানীয়রা দিঘী খননের সময় একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মুর্তি দেখতে পেলে বিষয়টি বিজিবির সদস্যরা নিজস্বসূত্রে খবর পেয়ে শিমুলতলী বিওপি কমান্ডার সুবেদার মোঃ তহুরুল ইসলামের নেতৃত্বে ৬ সদস্যের একটি বিশেষ টহল দল স্থানীয় জনগণের সহযোগিতায় ওই পুকুর থেকে ২৭ দশমিক ৫৮০ কেজি মুর্তিটি উদ্ধার করে।


পরবর্তীতে উদ্ধারকৃত মূর্তিটি স্বর্ণকার দ্বারা নাইট্রিক অ্যাসিড ও স্বর্ণ পরীক্ষার মাধ্যমে যাচাই করা হয়। পরীক্ষায় এটি অত্যন্ত উচ্চমানের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মুর্তি বলে প্রতীয়মান হয় এবং জুয়েলারি অভিজ্ঞদের মতে উদ্ধারকৃত মুর্তিটির মুল্য প্রায় ১৫ কোটি টাকারও বেশি।


পন্তীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন পিএসসি আরও জানান, নওগাঁ ও জয়পুরহাট জেলার সীমান্তবর্তী দায়িত্বপুর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার রোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্ত সকল অপরাধ দমনে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।

নওগাঁ#

Post a Comment

Previous Post Next Post